শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খালেদ মাহমুদ সুজন সম্পূর্ণ সুস্থ

স্পের্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন এখন সম্পূর্ণ সুস্থ। তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে ট্রান্সফার করা হয়েছে। নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক নিয়মমাফিক খাওয়া-দাওয়া করছেন এবং স্বাভাবিক কথাবার্তা বলছেন। সবাইকেই তিনি চিনতে পারছেন। এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত। রোববার তাকে কেবিনে ট্রান্সফার করা হয়। কেবিনে হাঁটা-চলাও করছেন খালেদ মাহমুদ। খুব শীঘ্রই হাতপাতাল ছাড়তে পারবেন। তবে এখনই দেশে ফিরবেন না খালেদ মাহমুদ। হাসপাতাল ছাড়ার পর একবার চেকআপ করিয়ে দেশের বিমান ধরবেন। খালেদ মাহমুদ এখন সিঙ্গাপুরের গ্লেনইগলস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৩০ জুলাই হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদ মাহমুদ। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবণতি দেখে পরদিন সকালে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে শারীরিক অবস্থার উন্নতি হয়। সেদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন খালেদ মাহমুদ। পাশাপাশি ডায়াবেটিসও রয়েছে। চিকিৎসকরা জানিয়েছিল, খালেদ মাহমুদ স্ট্রোক করেছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ