বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

তিতাসের শোলাকান্দিতে ডাকাতের অস্ত্রাঘাতে পিতা-পুত্র গুরুতর আহত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা ঃ গত সোমাবার দিবাগত রাত দেড়টায় তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামে ডাকাতের ধারালো অস্ত্রাঘাতে আহত পিতা-পুত্র গুরুতর অনেকে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার দিবাগত রাত প্রায় দেড়টায় একদল ডাকাত শাহ্্জাহান ভূইয়ার বাসভবনের দরজার ছিটকিনি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, এসময় ঘুম ভেঙ্গে জেগে উঠেন শাহ্্জাহান ভূইয়া (৬৮) ও তার ছেলে মুকুল হোসেন (৩৫) সহ অন্যরা। তারা ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে পিতা-পুত্র দু’জনকেই ডাকাতেরা এলোপাতারী কুপিয়ে মেঝেতে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা এসে আহত দু’জনকেই দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র গৌরীপুরে প্রাথমিক চিকিৎসা শেষে ভোর রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণে শাহ্্জাহান ভূইয়ার অবস্থা আশঙ্কাজনক বলে সাথে থাকা তার ছোট ভাই আবু মুছা কালুন ভূইয়া ডাক্তারি বরাত দিয়ে জানিয়েছেন। এদিকে গতকাল মঙ্গলবার সকালেই ওসি মোঃ নুরুল আলম শাহ্্জাহান ভূইয়ার বাড়ি পরিদর্শন ও এলাকাবাসীর সাথে ডাকাতির সাথে কারা জড়িত থাকতে পারে এবিষয়ে জানতে চান। এসময় ইউপি চেয়ারম্যান আলী আশরাফ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে আহতদের খোঁজ খবর নিতে ও ডাকাতদের তথ্য জানার জন্য পুলিশের একটি তদন্ত টিম ঢাকা মেডিক্যাল কলেজে পাঠান। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ