ঢাকা, শনিবার 20 April 2024, ০৭ বৈশাখ ১৪৩০, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

রাতে ঢাকায় পৌঁছাবেন স্মিথ-ওয়ার্নাররা

অনলাইন ডেস্ক:বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ খেলতে শুক্রবার বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা অজিদের।

২০১৫ সালের অক্টোবরে সফর শুরু হবার কিছুদিন আগে নিরাপত্তা ইস্যুতে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। এরপর বেশ কয়েক দফা বাংলাদেশ সফর করে অজি ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান শন ক্যারল।

প্রস্তাবিত নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্টি প্রকাশ করে এ বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

যদিও ক্রিকেটারদের বেতন কাঠামো নিয়ে দ্বন্দ্বে এক সময় অনিশ্চয়তার মুখে পড়ে যায় সিরিজটি। কিন্তু সব সমস্যার সমাধান হওয়ায় নির্ধারিত সময়েই আসছেন স্মিথ-ওয়ার্নাররা।

সফরকে সামনে রেখে গেলো ১ সপ্তাহ ডারউইনে অনুশীলন ক্যাম্প করেছে অজিরা। বাংলাদেশের কন্ডিশন বিবেচনায় রেখে তাদের দলে আছে বেশ ক'জন স্পিনার।

শুক্রবার বিমানবন্দরে নেমে গণমাধ্যমের মুখোমুখি হবে না অজিরা। শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বললেন অধিনায়ক স্টিভেন স্মিথ।

সফরে ২৭ আগস্ট ঢাকায় প্রথম টেস্ট এবং ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

অনলাইন আপডেট

আর্কাইভ