ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

বোমারু বিমান থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল আমেরিকা

অনলাইন ডেস্ক: আমেরিকা পরমাণু বোমা বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান বি-১বি ল্যান্সার থেকে জাহাজ বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা এলআরএএসএমের পরীক্ষা করেছে। সার্দান ক্যালিফোর্নিয়াতে চালানো এ পরীক্ষাকে মার্কিন নৌবাহিনী সফল বলে দাবি করেছে।

বর্তমানে ব্যবহৃত জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্রের পরিবর্তে মার্কিন নৌবাহিনী ব্যবহার করবে রাডার ফাঁকি দিতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র এলআরএএসএম। কৌশলগত ভারি বোমারু বিমান বি-১বি থেকে এলআরএএসএম ছোঁড়াকে উল্লেখযোগ্য নতুন সাফল্য হিসেবে গণ্য করছে পেন্টাগন। মে মাসে এফ/এ-১৮ সুপার হরনেট থেকে পরীক্ষামূলকভাবে এক হাজার পাউন্ড ওজনের এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল।

নৌযুদ্ধে সম্ভাব্য শত্রুর বিরুদ্ধে কঠোর প্রস্তুতির অংশ হিসেবে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।  উত্তর কোরিয়ার সঙ্গে যখন টানাপড়েন তুঙ্গে তখন কৌশলগত ভারি বোমারু থেকে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল আমেরিকা।-পার্সটুডে

অনলাইন আপডেট

আর্কাইভ