ঢাকা, মঙ্গলবার 16 April 2024, ০৩ বৈশাখ ১৪৩০, ৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

অনলাইন ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা একজন ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের উত্তর অংশে কথিত ছুরিকাঘাতের চেষ্টা করার অভিযোগে ওই কিশোরকে গুলি করে বর্বর ইসরাইলি সেনারা।

এ সম্পর্কে ইহুদিবাদী পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, ওই কিশোর নাবলুস শহরের দক্ষিণে ইসরাইলের যাতারা সামরিক চেকপোস্টের কাছে সীমান্তরক্ষীদের একটি দলের নিকটবর্তী হওয়ার চেষ্টা করে। তার হাতে ছুরি ছিল এবং সে তা দিয়ে ওই সৈন্যদলের ওপর আক্রমণ করতে চেয়েছিল বলে অজুহাত তুলে তাকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা।

১৭ বছর বয়সি ওই ফিলিস্তিনি কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি।  ইসরাইলি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নিহত কিশোর পশ্চিম তীরের তুল কারেম শহরের অধিবাসী।

ইসরাইলি হাসপাতাল সূত্র প্রাথমিকভাবে দাবি করেছিল, ছুরিকাঘাতে তাদের একজন সৈন্য আহত হয়েছে। কিন্তু পরে জানা যায়, ফিলিস্তিনি কিশোরের ওপর অন্য এক সৈন্যর চালানো গুলির শার্পনেল গায়ে লেগে ওই ইসরাইলি সেনা আহত হয়েছে।-পার্স টুডে

অনলাইন আপডেট

আর্কাইভ