বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সুন্দরগঞ্জে ডাকাত-পুলিশ গুলীবিনিময় ২৩ গরু উদ্ধার ॥ গুলীবিদ্ধ ৬

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বন্যা দুর্গত এলাকা কাপাসিয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে ডাকাতি হওয়া ২৩ গরু উদ্ধারসহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জানা যায়, গতকাল সোমবার দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার- মাশরুকুর রহমান খালেদ’র নেতৃত্বে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান, কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- এনায়েত কবীর প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় যমুনা নদীর কুলবর্তী বাহাদুরাবাদ এলাকা থেকে এসব গরু উদ্ধার করেন। 

 সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান ও দেওয়ানগঞ্জ থানা অফিসার ইনচার্জ টিএসএম মোস্তসিনুর রহমান গরু উদ্ধারসহ ডাকাত দলের সাইদুর রহমান নামের এক সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, ডাকাতি হওয়া ২৩ গরুর  মধ্যে ২৩টি গরুই উদ্ধার করতে পুলিশ সক্ষম হয়েছে। বাকি গরু উদ্ধারসহ ডাকাতদের গ্রেফতারি অভিযান অব্যাহত আছে।  উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ভাটি অঞ্চল থেকে দুটি শ্যালো নৌকা যোগে আসা একদল ডাকাত কাপাসিয়া ইউনিয়নের বন্যা দুর্গত বোচাগাড়ি কাজীয়ার চর এলাকার আব্দুস সামাদের বাড়িতে হামলা চালায়। তারা সামাদ, রহিম বাদশা, বিলাত মন্ডল, ছকমল ও আব্দুস কুদ্দুস মন্ডলের গোয়াল ঘরে থাকা ২৩টি গরু নৌকায় তুলে নিয়ে যাওয়ার সময় তাদের (গরু মালিকদের) চিৎকারে বোচাগাড়ি ও কাপাসিয়া এলাকার লোকজন নৌকা যোগে ডাকাত দলকে ঘিরে ফেলে। এসময় নৌ টহল পুলিশ  দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যায় এবং ডাকাত দলকে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছোড়ে। অবস্থা বেগতিক দেখে ডাকাতরা পাল্টা গুলি ছুড়তে ছুড়তে সটকে পড়ে। এলাক সুত্রে জানা গেছে, ডাকাত দল ১৭ রাউন্ড গুলি বর্ষণ করে নৌকা যোগে ভাটি এলাকায় চলে যায়। এদিকে ডাকাতদের ছোড়া গুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়। এরা হলেন- বোচাগাড়ি গ্রামের ফটিক মিয়ার ছেলে আজাহার মন্ডল, হাতেম মন্ডলের ছেলে রহমত আলী, আজাহার মন্ডলের ছেলে বিশা, কাপাসিয়া গ্রামের মফিজলের ছেলে সিরাজুল, আব্দুল জলিলের ছেলে সিদ্দিক হোসেন ও জাহাঙ্গীর আলমের ছেলে আনারুল। এদের  মধ্যে আজাহার মন্ডল, রহমত আলী ও বিশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ