শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার কামিলের উদ্বোধনী

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় কামিল প্রথম বর্ষের হাদীস বিভাগের উদ্বোধনী ক্লাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার ৭আগস্ট সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে উদ্বোধনী ক্লাসোত্তর এক আলোচনা সভা মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযহারী। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন, বিচার ও সংসদীয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য হাজী মৌলভী মোহাম্মদ ইলিয়াছ। তিনি এক বক্তব্যে কামিল শ্রেণির হাদীস বিভাগের সূচনা ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সীতাকু- কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন মুহাদ্দিস আলহাজ¦ মাওলানা রশিদ আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন, মাদরাসা গভর্ণিং বর্ডির সদস্য যথাক্রমে আলহাজ্ব নুরুল আমিন চৌধুরী, মৌলভী মনজুরুল কাদের বাবুল, মাওলানা শাব্বির আহমদ ওসমানী, মামুনুর রশিদ মামুন, আলহাজ্ব মৌলভী মনজরুল কাদের টুক্কুসহ মাদরাসার সকল প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাদরাসার আরবী প্রভাষক আ.ফ.ম ইকবাল হাসান জানান, চলতি সনে মাদরাসায় কামিল শ্রেণিতে ১ম বর্ষে ১১৫জন শিক্ষার্থী রয়েছে এবং সকলেই উদ্বোধনী ক্লাসে অংশগ্রহণ করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ