শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হেডিংলিতে টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে নিজেদের বোলিং ও ব্যাটিং পারফরম্যান্সে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে জয়ের স্বপ্নই দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সে চালকের আসনে ইংল্যান্ড। ইংল্যান্ডকে ২৫৮ রানে অলআ্উট করে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট হাতে প্রথম ইনিংসে করে ৪২৭ রান। ইংলিশদের দ্বিতীয় ইনিংসে ছন্দে ফিরেছে স্বাগতিকরা।
পাঁচ হাফসেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৯০ রানে ইংলিশরা ঘোষণা করেছে তাদের দ্বিতীয় ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের টার্গেট হয় ৩২২ রান । এর আগে তৃতীয় দিন ইংল্যান্ড শেষ করেছিল ৩ উইকেটে ১৭১ রানে। ব্যক্তিগত ৪৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা জো রুট তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরি। শ্যানন গ্যাব্রিয়েলের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি ৭২ রান করে। এর পর হাল ধরেন ডেভিড মালান ও বেন স্টোকস। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেন ৯১ রান। দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি। রোস্টন চেসের তা-বে ২৪ রানের মধ্যে স্বাগতিকরা হারায় গুরুত্বপূর্ণ ৩ উইকেট। শুরুটা স্টোকসকে দিয়ে, চেসের বলে ক্রেগ ব্র্যাথওয়েটের হাতে ধরা পড়েন তিনি ৫৮ রানে। মালান প্যাভিলিয়নের পথ ধরেন ৬১ রান করে। জনি বেয়ারস্টো করেন ১৮ রান। ৩২৭ রানে ৭ উইকেট হারানো ইংল্যান্ডের স্কোরটা টেনে নেন মঈন আলী ও ক্রিস ওকসের। অসাধারণ ব্যাটিংয়ে তারাও তুলে নেন হাফসেঞ্চুরি। মঈন দেবেন্দ্র বিশুর বলে আউট হওয়ার আগে করেন ৮৪ রান। ওকস ইনিংস ঘোষণার সময় ওকস অপরাজিত ছিলেন ৬১ রানে। ইংল্যান্ডের ইনিংস ঘোষণার পর শেষ বিকেলে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ কোনও উইকেট না হারিয়ে করেছে ৫ রান। পঞ্চম দিন শুরু করবেন দুই ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট (৪*) ও কিয়েরন পাওয়েল (১*)। শেষ দিন সিরিজে এগিয়ে যেতে তাদের চাই আর ৩১৭ রান। আর স্বাগতিক ইংলিশদের দরকার ১০টি উইকেট।

অনলাইন আপডেট

আর্কাইভ