শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আহত হয়ে মাঠ ছাড়লেন হ্যাজেলউড

স্পোর্টস রিপোর্টার:  ঢাকা টেস্টে প্যাট কামিন্সের সঙ্গে অস্টেলিয়া দলে একমাত্র পরীক্ষিত পেস বোলার  জশ হ্যাজেলউড। তবে গতকাল  তৃতীয় দিনে বল করতে নেমে চোট নিয়ে মাঠ ছেড়েছেন অসি এই পেসার। নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই চোটে পড়েন হ্যাজেলউড। ওভারের দ্বিতীয় বলটি করার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন তিনি। এরপর আর বোলিং করতে না পরায় অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে পরামর্শ করে মাঠ ছাড়েন। পরীক্ষা-নিরীক্ষার পর তার চোট নিয়ে বিস্তারিত জানা যাবে।
হ্যাজেলউডের চোট নিশ্চিত করে অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র বলেন, ‘সাইড স্ট্রেইন ইনজুরিতে সে (হ্যাজলউড) মাঠ ছেড়ে উঠে এসেছে। দুর্ভাগ্যবশত সে সকালের সেশনে আর নামতে পারেনি।’ বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে হ্যাজলউডের বোলিং স্পেলি ছিল ৪.১-২-৩-০।  দুই পেসার ও দুই স্পিনার নিয়ে ঢাকা টেস্ট শুরু করেছে অস্ট্রেলিয়া দল। পার্টটাইম স্পিনার হিসেবে তাদের সহায়তা করছেন গ্লেন ম্যাক্সওয়েল।

অনলাইন আপডেট

আর্কাইভ