শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

করাচিতে টানা বর্ষণে ১২ জনের প্রাণহানি

৩১ আগস্ট সিনহুয়া : পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে টানা প্রবল বর্ষণে অন্তত ১২ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় উন্দু পত্রিকার খবরে একথা বলা হয়। উদ্ধারকর্মীদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমে বলা হয়, বুধবার মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসে শহরটিতে অন্তত ১২ জনের প্রাণহানি হয়। এদের মধ্যে সাত জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অন্যরা দেয়াল ও ছাদ ধসে মারা গেছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে গ্রিড স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরীর বিভিন্ন জায়গা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এছাড়া স্কুল কর্তৃপক্ষ সাময়িকভাবে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধের ঘোষণা করেছে। বৃষ্টির কারণে সড়ক ও রেল যোগাযোগেও বিঘœ ঘটছে। এর ফলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষেরা গভীর সংকটে পড়েছে।পাকিস্তানের আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টা শহরটিতে বজ্রসহ ব্যাপক বৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। নগর কর্তৃপক্ষ সময়মতো যথাযথ পদক্ষেপ না নিলে শহরে বন্যা দেখা দিতে পারে বলেও আবহাওয়া অফিস সতর্ক করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ