শ্রীলংকাকে হোয়াইট ওয়াশ করলো ভারত
স্পোর্টস ডেস্ক: টেস্টের পর ওয়ানডেতেও স্বাগতিক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো সফরকারী ভারত। পেসার ভুবেনশ্বর কুমারের ৫ উইকেট ও অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ১১০ রানের সুবাদে গত শনিবার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারায় ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-০ ব্যবধানে জিতে নিলো কোহলির দল। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রতিপক্ষকে এই নিয়ে ষষ্ঠবার এবং দ্বিতীবারের মত শ্রীলংকাকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করলো ভারত। পাশাপাশি এই প্রথমবারের মত দেশের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল লংকানরা। কলম্বোতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় ২৩৮ রানেই গুটিয়ে যায় লংকানরা। ব্যাট হাতে ওপেনার থারাঙ্গা ৪৮ রানে ফিরলেও, থিরিমান্নে ৬৭ ও ম্যাথুজ ৫৫ রানের দু’টি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। চতুর্থ উইকেটে ১২২ রানের জুটি গড়েন থারাঙ্গা ও থিরিমান্নে। ভারতের পেসার ভুবেনশ্বর কুমার ৪২ রানে ৫ উইকেট নেন। ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯ রানের মধ্যে দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মাকে হারায় ভারত ।তবে বিপর্যয়ের সময় দলের হাল ধরে ৯৯ রানের জুটি গড়েন কোহলি ও মনীষ পান্ডে। ৫৩ বলে ৩৬ রানে করে পান্ডে ফিরে গেলে কেদার যাদবকে নিয়ে দলের জয়ের পথ নিশ্চিত করে ফেলেন কোহলি। তবে জয় থেকে ২ রান দূরে থাকতে ব্যক্তিগত ৬৩ রানে থেমে যান কেদার। ৭টি চারে ৭৩ বলে ৬৩ রান করেন তিনি।
অন্যপ্রান্তে ওয়ানডে ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত থাকেন কোহলি। ১১৬ বল মোকাবেলা করে ৯টি চারের সহায়তায় নিজের ইনিংসটাকে সাজান কোহলি। ১ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের ভুবেনশ্বর ম্যাচ সেরা এবং সিরিজ সেরা হন জসপ্রিত বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোর :শ্রীলংকা : ২৩৮/১০, ৪৯.৪ ওভার।
ভারত : ২৩৯/৪, ৪৬.৩ ওভার।ফল : ভারত ৬ উইকেটে জয়ী।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতলো ভারত।
ম্যাচ সেরা : ভুবেনশ্বর কুমার (ভারত)।
সিরিজ সেরা : জসপ্রিত বুমরাহ (ভারত)।