বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

কাপ্তাই উপজেলা চেয়ারম্যানসহ ১০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কাপ্তাই সংবাদদাতা: কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টে রেখে ব্যানার টাঙ্গিয়ে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনের সভা করার অভিযোাগে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. দিলদার হোসেন সহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৫ জন জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগ্যা বাদী হয়ে গত রোববার বিকেলে মামলা করেন।
উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে গত ১৮ আগস্ট বিকেলে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা বিএনপির এই সভা অনুষ্ঠিত হয়।
মামলা এজাহার সূত্রে জানা যায়, বিএনপির পক্ষ থেকে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের পুরনো ভবন ব্যবহারের জন্য অনুমতি নেয়া হলেও তালা ভেঙ্গে নতুন ভবনে সভা করেন।
সভার ব্যানার টাঙানোর সময় উপরে থাকা জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি উল্টে রাখেন বিএনপি নেতারা।
এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদে নামেন।
কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর উপজেলা চেয়ারম্যানসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২৫ জন সহ মোট ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ