শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বোয়ালখালীতে অস্ত্রগুলীসহ যুবলীগ নেতা গ্রেফতার

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মোটরসাইকেল, সিএনজি ট্যাক্সি চুরি, ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান হাছানকে (৩০) গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। এসময় তার বাড়ি তল্লাশি করে দেশীয় তৈরি দুটি লোকাল গান (এলজি), ১১ রাউন্ড তাজা কার্তুজ, একটি খেলনার ওয়াকিটকি (মোবাইল দিয়ে তৈরি) ও একটি খেলনার পিস্তল উদ্ধার করা হয়। গত সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।
আটককৃত হাসান উপজেলার পোপাদিয়া ইউনিয়নের পোপাদিয়ার ৫নং ওয়ার্ডের অহিদুল আলমের বাড়ি প্রকাশ ওমর সওদাগর বাড়ির শহিদুল আলম প্রকাশ সোনা মিয়ার ছেলে। সূত্র জানায়, ২০১৬ সালে ৫ মে হাটহাজারী থানা এলাকা থেকে ৩টি মোটরসাইকেল চুরির ঘটনার তদন্তে বেড়িয়ে আসে এ যুবলীগ নেতার নাম। পরে একই বছরের ৩১আগস্ট উপজেলার কালুরঘাট এলাকা থেকে মোটরসাইকেল চুরির অপরাধে হাটহাজারী থানা পুলিশ তাকে আটক করে। একই বছর ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। মোটর সাইকেল চুরির ১৬৪ ধারায় জবানবন্দী থাকার পরও রাজনৈতিক ছত্রছায়ায় আটক হওয়ার ৫দিন পর ৭সেপ্টেম্বর সে জামিনে বের হয়ে আসে। এরপর কৌশলে মোটরসাইকেল চুরি, ইয়াবা ব্যবসা, সিএনজি ট্যাক্সি চুরি চালিয়ে গেলেও এতোদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। এলাকায় মোটরসাইকেল চুরি, ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অপরাধের কারণে আসাদুজ্জামান হাছানের বিরুদ্ধে ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর শনিবার পোপাদিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সাংবাদিক সম্মেলন করেছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ