বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোজাম্মেল হক বঙ্গজের ইন্তিকাল

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি হাজি  মোজাম্মেল হক বঙ্গজ ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। গত ১৪ জুলাই চুয়াডাঙ্গা শহরের বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হেলিকাপ্টারযোগে ঢাকায় নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্যে ২৪ জুলাই ব্যাংককে নেয়া হয়। ব্যাংককে ২২ দিন চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হলে তিনি ১৪ আগস্ট দেশে আসেন এবং ২১ আগস্ট পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাযা, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাযা ও আজ বুধবার চুয়াডাঙ্গায় মরহুমের ৩য় জানাযা শেষে তাকে চুয়াডাঙ্গার জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। 
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাজী মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহ,জেলা জামায়াতের আমীর আনোয়ারুল হক মালিক ও সেক্রেটারি মোঃ রুহুল আমিন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু প্রমুখ শোক প্রকাশ করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ