মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

পাঁচবিবিতে মেম্বারের বাড়িতে ডাকাতি ঘটনায় ৫ জনের নামে মামলা

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে মেম্বার দুলাল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জনের নামে মামলা। মামলা সূত্রে জানাগেছে, গত ২৮ আগষ্ট গভীররাতে উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদের মেম্বার দুলাল তার নিজ বাড়ি রহমতপুর গ্রামে প্রতিদিনের ন্যায় কাজকর্ম শেষে ঘুমিয়ে পড়েন। এসময় ১০-১২ জনের একদল ডাকাত প্রাচীর টপকিয়ে তার বাড়িতে প্রবেশ করে। পরে গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে দুলালের হাত পা বেঁধে নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ডাকাতি ঘটনায় মেম্বার বাদি হয়ে ঐ দিন রাতে থানায় ৫ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে। মামলার আসামীরা হলো একই উপজেলার দক্ষিণ শিধইল গ্রামের সাখাওয়াত হোসেন, বাঁশখুর গ্রামের এমদাদুল হক, রহমতপুর নামাবাঁশখুর গ্রামের এরশাদ, বাকিলা গ্রামের সাদ্দাম ও বাঁশখুর গ্রামের মমতাজ।
এ ব্যাপারে অফিসার্স ইনচার্জ মোঃ ফরিদ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অর্থ বিতরণ
পাঁচবিবিতে বন্যার্তদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্দোগে বন্যা কবলিত মানুষের মাঝে নগদ অর্থ তুলেদেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুক, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইস-চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম কাওছার রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা নূর-এ শেফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।
ত্রাণ বিতরণ
পাঁচবিবিতে বন্যার্তদের মাঝে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের মাঝে বাংলাদেশ সুিপ্রমকোর্ট আইনজীবী সমিতির সদস্য এ্যাডঃ জোবায়দুর রহমান, এ্যাডঃ দেওয়ান আবু সুফিয়ান, এ্যাডঃ মনছুর রহমান সরকার ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক, ভাইস চেয়ারম্যান দ্বয় দৌলতন নাহার দোলন ও জিয়াউল ফেরদৌস রাইট, স্থানীয় জয়পুরহাট জেলা আইনজীবী এডভোকেট মামুনুর রশিদ সরদার, এ্যাডঃ আলমগীর কবির, এ্যাডঃ মামুনুর রশিদ সরদার প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ