বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নীলফামারীতে প্রকল্প অবহিতকরণ সভা

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর ডোমারে সাংবাদিকদের সঙ্গে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বাস্তবায়িত ঝঃৎবহমঃযবহরহম ঐবধষঃয ঙঁঃপড়সবং ভড়ৎ ডড়সবহ ধহফ ঈযরষফৎবহ (ঝঐঙড) ঢ়ৎড়লবপঃ এর অবহিতকরণ সভা আজ মঙ্গলবার ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বাস্তবায়নকারী সংস্থা ল্যাম্ব এর সহযোগিতায় এই সভার আয়োজন করে। ২০১৬ সাল থেকে ঝঐঙড প্রকল্প ডোমার উপজেলায় মা ও শিশু মৃত্যু রোধে কাজ করে আসছে। ডোমার উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, ডোমার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার সূচনা হয়। শুরুতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার ডাঃ হৃষিকেশ সরকার প্রকল্প সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থাপনার উল্লেখযোগ্য বিষয় ছিল প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মএলাকা, অংশগ্রহণকারী, মূল কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং সফলতা। এরপর অনুষ্ঠিত হয় প্রশ্নউত্তর পর্ব যেখানে সাংবাদিকবৃন্দ প্রকল্পের  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যেমন: প্রকল্পটি কাদের জন্য কাজ করে, কিভাবে কাজ করে, দরিদ্র পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কি কি উদ্যোগ গ্রহন করেছে, কিভাবে স্বাস্থ্যসেবা প্রদান করছেএবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা গ্রহনে পরিবারের পুরুষ সদস্য কি ভূমিকা পালন করছে।

অনলাইন আপডেট

আর্কাইভ