শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিপিএলে পাকিস্তানী ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সংশয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সব সময়ই পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে থাকে ভরপুর। অন্যান্য দেশের তুলনায় পাকিস্তানি ক্রিকেটাররাই বেশি খেলে থাকেন বাংলাদেশের টি-টোয়েন্টি এই লিগে। অথচ সামনের আসরে বড় ধাক্কাই খেতে হচ্ছে বিপিএলকে! দেশটির জাতীয় টি-টোয়েন্টি লিগের সঙ্গে বিপিএলের সূচি সাংঘর্ষিক হওয়ায় হয়তো অনেকেই হাতছাড়া করবেন সামনের আসর! শুধু বিপিএল নয়, দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগও এ নিয়ে সংশয়ে আছে। সেখানে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে সংশয় রয়েছে।অবশ্য কিছুদিন আগে সিপিএল ও ইংলিশ ঘরোয়া লিগে খেলতে থাকা প্রায় ১৩ ক্রিকেটারের এনওসি প্রত্যাহার করে নিয়েছিল পিসিবি। শুধুমাত্র দেশটির টি-টোয়েন্টি লিগের জন্যই এই অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড। তখন টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ২৫ আগস্ট। পরে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিই টুর্নামেন্ট পিছিয়ে নভেম্বরে করার সিদ্ধান্ত নেয়।টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হবে ৪ থেকে ১৯ নভেম্বর। আর তাতেই হুমকিতে পড়ে যাচ্ছে বিপিএল ও গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। বিপিএলের আনুষ্ঠানিকতা চলবে ২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শুরু হবে ৩ নভেম্বর। আরও শঙ্কার বিষয় হলো ইতোমধ্যে নির্বাচন প্রক্রিয়ার জন্য খসড়াও করে ফেলেছে পিসিবি। এ ব্যাপারে জানতে চাইলে পিসিবির মুখপাত্র আমজাদ হোসেন উড়িয়ে দিলেন না সেসব কথা। বললেন, ‘আমি এটাই বলতে পারি অন্যান্য লিগের সঙ্গেই আমাদের টি-টোয়েন্টি কাপ অনুষ্ঠিত হবে। আর ক্রিকেটারদের ঘরের চাহিদাই আগে পূরণ করতে হবে। ইন্টারনেট’

অনলাইন আপডেট

আর্কাইভ