শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া সদর উপজেলার লক্ষীপুরে ট্রাকের সাথে নছিমনের মুখোমুখি সংঘর্ষে তোহিদুল ইসলাম (২৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল সোমবার ভোরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোহিদুল নড়াইলের চর আড়িয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, ভোরে নড়াইলগামী একটি নছিমনের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নছিমনে বসে থাকা কাঁচামাল ব্যবসায়ী তোহিদুল ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে সে মারা যায়।

পুলিশ ঘাতক ট্রাককে আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানা গেছে।  

বিশেষ অভিযানে আটক ৪০ : কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১২ কর্মীসহ ৪০ জন আটক হয়েছে।  রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের কন্টোল রুম সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসানের নেতৃত্বে জেলা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে। এদের মধ্যে দৌলতপুর থানা এক, খোকসায় এক, মিরপুরে এক, ভেড়ামারায় এক এবং কুমারখালী থানায় ছয় জামায়াত-শিবির কর্মী আটক হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ