শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দুর্নীতির বিরুদ্ধে স্লোগান জাগ্রত হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ ও তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে জেলা প্রশাসন ও  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে গতকাল বুধবার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে  দিন ব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রধান অতিথি  ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন,দুর্নীতির বিরুদ্ধে স্লোগান জাগ্রত হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে তুলতে হবে। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে চেতনা সৃষ্টি করতে পারলেই আগামী দিনে দুর্নীতি মুক্ত দেশ গড়া সম্ভব হবে। তিনি দুর্নীতি বিরোধী আন্দোলনে সনাক ব্রাহ্মণবাড়িয়ার ভূয়সী প্রশংসা করেন এবং সুন্দর একটি তথ্য মেলার আয়োজন করায় ধন্যবাদ জানান। 

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আবু নাছের, সিনিয়র এ এস পিআবু সাঈদ,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক, জেলা তথ্য অফিসার,দীপক চন্দ্র দাস,সরকারি মডেল গার্লস  হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত। সনাক সভাপতি জেসমিন খানমের সভাপতিত্বে বক্তৃতা করেন সনাকের সহসভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,নন্দিতা গুহ,টি আই বির প্রোগ্রাম ম্যানেজার চিত্তরঞ্জন রায়,সনাক সদস্য  কবি জয়দুর হোসেনও তথ্যমেলা আয়োজন উপকমিটির আহবায়ক মোহাম্মদ আরজু প্রমুখ। মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তির উপর ২৫ টি স্টল বসে। এছাড়া তথ্য মেলায় তথ্য অধিকার আইন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উš§ুক্ত কুইজ প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ