শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মাদরাসা শিক্ষক সমিতির স্মারক লিপি প্রদান

মাদারীপুর  সংবাদদাতা: বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসমূহ জাতীয়করণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও স্মরক লিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকালে সমিতির আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকা এতে অংশগ্রহণ করেন।
মানবন্ধনে বক্তারা বলেন, মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনকৃত কোর্ড নম্বর ৬৭৮৯টি স্বতন্ত্র ইবতেয়াদী মাদরাসার মধ্যে ১৯১৯টি অনুদানভুক্ত বাকী ৫২৫৭৯টি অনুদান থেকে বঞ্চিত থাকায় বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মানবতার জীবন যাপন করছেন শিক্ষকরা।
পরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের বরাবর সমিতির নেতারা স্মরক লিপি প্রদান করেন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি মাদারীপুর শাখার সভাপতি এ.বি.এম আ. কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাউস মো. ইব্রাহিম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাদল বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদিকা পারভিন আকতার প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ