মহানন্দা নদী থেকে রাখালের লাশ উদ্ধার
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত থেকে গরু আনতে গিয়ে মহানন্দা নদীতে নিখোঁজ হয়ে যাওয়া গরুর রাখাল তৌহিদের (৩০) লাশ গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীতে শুক্রবার দুপুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্বজনরা।
এর আগে গত বুধবার ভারত থেকে গরু আনতে গিয়ে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ২ দিন পর তার লাশ মহানন্দা নদীতে ভেসে উঠে। তার বাড়ী শিবগঞ্জ উপজেলা হলেও সে ভোলাহাট উপজেলার সুরানপুরে শশুরালয়ে থেকে ভারতীয় গরু আনা নেয়া করত বলে তার স্বজনরা জানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষীনারায়ণপুরে মহানন্দা নদীর কোল ঘেঁষে উজান থেকে ভেসে আসা এক যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসী।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে অর্ধগলিত লাশ উদ্ধার করে ভোলাহাটে নিয়ে যায় স্বজনরা।