শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

দামুড়হুদায় স্কুলছাত্রী উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের জেল

চুয়াডাঙ্গা সংবাদদাতা: দামুড়হুদায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে খাইরুল নামের এক বখাটেকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা সাড়ে বিকাল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামের স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল
উজিরপুর স্কুলপাড়ার মৃত ইস্রাফিল হোসেনের ছেলে খাইরুল ইসলাম (১৮)। বুধবার সকালে ওই স্কুলছাত্রী প্রাইভেট শেষে বাড়ি আসছিল। এসময় প্রতিদিনের ন্যায় বখাটে খাইরুল ইসলাম স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে। পরে স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা দুপুরে দামুড়হুদা মডেল থানায় বখাটে খাইরুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে দুপুর ১টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ বখাটে খায়রুলকে উজিরপুর থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। বিকালে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটে খাইরুল ইসলামকে ১৫ দিনের কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অনলাইন আপডেট

আর্কাইভ