বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

কালিয়াকৈরে মাদক বিরোধী মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ

কালিয়াকৈর সংবাদদাতা : মাদকের ফাদে পরবে যারা,সব হারিয়ে মরবে তারা, মাদক কোন ফ্যাশন নয়, মাদক মানে জীবন ক্ষয়, এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী সচেতনামুলক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়।
গাজীপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক প্রধান অতিথির বক্তব্যে মাদকের বিভিন্ন কূফল এবং মাদক নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল সম্পর্কে তুলে ধরেন।
বাবু সত্যরঞ্জন সরকারের সভাপতিত্বে সভায় অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক একাডেমির শিক্ষা কর্মকর্তা শাহিনুর আক্তার, সিরাজুল ইসলাম বকসি, আঃ হালিম প্রমুখ।  অনুষ্ঠানে মাদক সেবন এবং মাদক বিক্রির বন্ধের নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ