রিয়ালের ইনজুরির তালিকায় যুক্ত হয়েছেন কোভাচিচ
প্রকাশিত: শনিবার ১৬ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট সংস্করণ
রিয়ালের ইনজুরির তালিকায় যুক্ত হয়েছেন মিডফিল্ডার মাতেও কোভাচিচ। বুধবার নিকোশিয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে এপোয়েলের বিপক্ষে অংশ গ্রহণের সময় উরুতে চোট পেয়েছেন তিনি। এ জন্য তাকে বেশ ক’দিন সাইড লাইনে থাকতে হবে। ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। ইউরো চ্যাম্পিয়ন ক্লাবটি জানায়, ক্রোয়েশিয়ার এই ফুটবল তারকার ডান পায়ের পেশীতে আঘাত লেগেছে। ইন্টারনেট।