রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত গণহত্যা বন্ধে বিক্ষোভে উত্তাল খুলনা
খুলনা অফিস : রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত গণহত্যা নির্যাতন বন্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে খুলনা। শুক্রবার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে গণহত্যা-নির্যাতন-অগ্নিসংযোগ বন্ধে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য জাতিসংঘ এবং ওআইসিসহ মানবাধিকার সংস্থাসমূহের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে অন্যায় জুলুমের শিকার অপর মুসলিমকে আশ্রয় দেয়াও আমাদের ইমানী দায়িত্ব বলে উল্লেখ করেন বক্তারা।
খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে শুক্রবার দুপুর তিনটায় নগরীর ডাকবাংলো চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা শাখাওয়াত হোসাইন, মাওলানা মুজাম্মিল হক, মাওলানা এ এফএম নাজমুস সউদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা কেরামত আলী, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা ওসমান গণি প্রমুখ। আসরবাদ একটি বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর এর উত্তর গেটে গিয়ে শেষ হয়।
খুলনাস্থ দাকোপবাসীর উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০ টায় খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম নান্নু, চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, জেলা জাপা সদস্য শেখ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস গাজী, দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার মানবাধিকারকর্মী মুহাম্মদ নূরুজ্জামান, মুফতি কামরুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের নলিয়ান প্রতিনিধি গাজী আবুল বাশার, মাওলানা শহিদুল ইসলাম, দখিনার সাংগঠনিক সম্পাদক এডভোকেট এস এম নজরুল, সাইফ সাত্তার, আব্দুল জব্বার, আবু জাফর, এডভোকেট হাবিল খান, নজরুল ইসলাম, সারাফাত হোসেন সবুজ, সোহরাব হোসেন, শেখ মুরাদ হোসেন, সালমান সরদার, জাহাঙ্গির হোসেন, জাহিদুল ইসলাম, মাহমুদ গাজী, ইদ্রিস আলী জোয়াদ্দার, নাজমুল হোসেন, বাপ্পি শেখ, রিয়াদ খান, ইলিয়াজ শেখ, গোলাম রহমান, মাসুদ ইবনে বাবু, রুবায়াত আমিন শিরিন, শামিনুর রহমান, নুর ইসলাম, আজিজুর রহমান, আব্দুল করিম, মানব কুমার, রায়হান ইসলাম, নুর মোহাম্মাদ, বাপ্পি শেখ, আরাফাত হোসেন প্রমুখ।
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তব্য দেন মহানগর সভাপতি ও কেসিসি মেয়র প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক, ভারপ্রাপ্ত সেক্রেটারি শেখ মুহা. নাসির উদ্দিন নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, নগর সহ-সভাপতি মাওলানা মোজাফ্ফার হোসাইন প্রমুখ।