বগুড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ অনুষ্ঠিত

বগুড়া অফিস: মিয়ানমার সরকার কর্তৃক মুসলমানদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমআর নামাজ শেষে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট আলেমগণ বক্তব্য রাখেন। এসময় বক্তারা অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারকে চাপ দিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশেষ মুনাজাত করা হয়। শত শত মুসল্লি মুনাজাতে শরীক হন।