বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

মিয়ানমারের হেলিকপ্টার বার বার আকাশসীমা লঙ্ঘনের জবাব দিতে হবে -পীর সাহেব চরমোনাই

মিয়ানমারের হেলিকপ্টার বার বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, বার বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করার পরও বাংলাদেশের সেনাবাহিনীরা তার পাল্টা জবাব না দিয়ে নতজানু নীতি প্রদর্শন করছে।
গতকাল শনিবার  দেয়া বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বিশ্ব সন্ত্রাসী ও হায়েনা রাষ্ট্র মিয়ানমারের জান্তারা সেদেশের মুসলমানদের ওপর চরম নির্মমতা ও হত্যাযজ্ঞ চালিয়ে বিশ্বধিকৃত হচ্ছে অপরদিকে মিয়ানমান জান্তার হেলিকপ্টার বার বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এমতাবস্থায় এর জবাব বাংলাদেশ কেন দিলো না, তার জবাব জনগণ জানতে চায়। পীর সাহেব চরমোনাই বলেন, মিয়ানমারের কোন বিমান, হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমায় পৌঁছামাত্র তা ভূপাতিত মিয়ানমার জান্তা ও সন্ত্রাসী বৌদ্ধদের মুসলমান হত্যার জবাব দিতে হবে। অন্যথায় নতজানু নীতির কারণে বাংলাদেশ সরকার বিশ্বে ধিকৃত হবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ