বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ২৬ রানে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক : হার্ডিক পানডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ২৬ রানে হারালো স্বাগতিক ভারত। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া। আজিঙ্কা রাহানে ৫, অধিনায়ক বিরাট কোহলি ও মনিষ পান্ডে শূন্য রানে ফিরেন। আরেক ওপেনার রোহিত শর্মা ও কেদার যাদব চতুর্থ উইকেটে ৫৩ রানের জুটি গড়ার পর ৮৭ রানের মধ্যে বিদায় নেন দু’জনই। রোহিত ২৮ ও কেদার ৪০ রান করেন। ৮৭ রানে ৫ উইকেটে হারানোর পর সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও পানডিয়া অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়েন। ৫টি করে চার ও ছক্কায় ৬৬ বলে ৮৩ রান করেন পনডিয়া। পানডিয়ার বিদায়ের পর ভারতকে বড় সংগ্রহ এনে দেন ধোনি ও পেসার ভুবেনশ্বর কুমার। ধোনির ৮৮ বলে ৭৯ ও ভুবেনশ্বরের ৩০ বলে ৩২ রানের কল্যাণে ৭ উইকেটে ২৮১ রান পায় ভারত। অস্ট্রেলিয়ার নাথান কলটার-নাইল ৩টি উইকেট নেন। ভারতের ইনিংস শেষ হবার পর বৃষ্টির কারণে প্রায় দু’ঘণ্টা খেলা বন্ধ ছিলো। পরে জয়ের জন্য ২১ ওভারে ১৬৪ রানের নতুন টার্গেট পায় অস্ট্রেলিয়া। ৩৫ রানে মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে অসিরা। ডেভিড ওয়ার্নার ২৫, হিল্টন কার্টরাইট ১, অধিনায়ক স্টিভেন স্মিথ ১ ও ট্রাভিস হেড ৫ রান করেন।অস্ট্রেলিয়া  ৯ উইকেটে ১৩৭ রানে থেমে যায়। ভারতের যুবেন্দ্রা চাহাল ৩০ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের পানডিয়া।
সংক্ষিপ্ত স্কোর : ভারত : ২৮১/৭, ৫০ ওভার। অস্ট্রেলিয়া : ১৩৭/৯, ২১ ওভার। ফল : বৃষ্টি আইনে ভারত ২৬ রানে জয়ী। ম্যাচ সেরা : হার্ডিক পানডিয়া (ভারত)।

অনলাইন আপডেট

আর্কাইভ