শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

কবিতা

তার নাম
লুৎফুন্নেসা বেগম

ফুল ফোটে আর ঝরে অনিবার
গন্ধ বিলায়ে যায় বার বার।
মরুর বুকের সুরভিত ফুল রসুলে আকরম
সারা পৃথিবীর মন ছুঁয়ে যায় ফুলেল মরশুম হাজার বার।

আকাশজোড়া লক্ষ কত লক্ষ তারা
এ প্রান্ত থেকে ও প্রান্ত ভরা
পৃথিবীর বুকে একটাই সূর্য একটাই চাঁদ
বিশ্বজুড়ে একটাই নাম মোহাম্মদ জপ বার বার।

এ নামের করি গুন গান
মনভরে আর জুড়ায় প্রাণ
জীবনের পদে পদে তারি সুরে তোল তান
বিশ্বের মুসলিম জাগো, হও একমন একপ্রাণ আবার।


শিক্ষিত
লামিয়া তানজীম লিমু
শিক্ষিত আমি বড় শিক্ষিত,
মন যার তরে আকাক্সিক্ষত
চারিধার তা দ্বারা মোর আলোকিত।
তবু মনটা সর্বদা রয় ব্যথিত,
ভেতরটা বুঝি ফাঁকা, খণ্ডিত।
মানবতা, ন্যায়, ভালবাসা মোর ভূলুণ্ঠিত,
তাই বুঝি হৃদয় অন্যায়ে নিবেদিত।
কি দোষ মোর? অন্যকিছু শিখিনি তো!
শিক্ষাঙ্গনে এসবই পেয়েছি রীতিমত।
বলেছে ১ লি. দুধে ২ লি. পানি হলে পতিত,
কত লিটার হয় বলতো?
চুরি, ডাকাতি, খুন, নিপীড়িত
ইসলামে হারাম কেউ বলেনি তো!
তাই আমি মুসলিম, বুঝিনি তো,
কোন পথে সুখ নিহিত!
তাই আমি হতে পারিনি তো
কেউ ইবনে সিনা, আল জাবিবের মত।
তুমিও মোরে করছ ধিকৃত,
করবে না কেন বলতো!
তুমিও যে এ শিক্ষায় দীক্ষিত
ভালো হওয়ার সুযোগ বা করা অবদিত
জানি তুমিও শেখনি তো...!

অনলাইন আপডেট

আর্কাইভ