শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

এক নজরে চারঘাট

চারঘাট উপজেলার ম্যাপ

চারঘাট (রাজশাহী): ১৬৪.৫২ কিমি (৬৩.৫২ বর্গমাইল) বর্গ কিলোমিটার চারঘাট উপজেলা। মোট ৬ টি ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গঠিত। গ্রামের সংখ্যা : ২৫১টি, মৌজার সংখ্যা ১০৫টি, লোক সংখ্যা: প্রায় ১,৮৩,৯২১ জন। শিক্ষার হার : ৬৪%, ক্যাডেট কলেজ: ০১টি ,কলেজের সংখ্যা ১২টি, ফায়িল মাদ্রাসার সংখ্যা ১টি, আলিম ২টি, দাখিল ৮টি, উচচ বিদ্যালয় ৪৬টি , সরকারী উচচ বিদ্যালয় ১টি , সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭৮টি , সাধারন পাঠাগার ও লাইব্রেরী ১টি মসজিদ ৩৪১টি, হাটবাজারের সংখ্যা ১৬টি, মন্দির ৪০টি, হাসপাতাল সদরে ১টি কমনিটি ক্লিনিক ২১টি ,আশ্রয়ন প্রকল্পের সংখ্যা০২টি ,আবাসন প্রকল্পের সংখ্যা ০১টি ।
নীট ফসলী জমির পরিমাণ ১২,৮৮৫ হে., এক ফসলী জমির পরিমান ৯৯০ হে., দুই ফসলী জমির পরিমাণ ৫৮১৫ হেঃ, তিন ফসলী জমির পরিমাণ ৫৯১৯ হেঃ, তিনের অধিক ফসলী জমির পরিমাণ ১৫০ হেঃ । গভীর নলকূপ ২৮টি অগভীর নলকূপ ১৯৩। প্রধান ফসল  আম,ধান , গম, পাট, আখ, যাবতীয় শাকসবজি সহ বিভিন্ন ফসল।

অনলাইন আপডেট

আর্কাইভ