ঢাকা আসছে আজ আফগান অনূর্ধ্ব-১৯ দল
স্পোর্টস রিপোর্টার: স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে আজ সোমবার বাংলাদেশে সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে সফরকারী ১৪ সদস্যের দলটির। ঢাকায় পৌঁছে মঙ্গলবার সিরিজের ভেন্যু সিলেট পৌঁছাবে আফগানরা। এর আগে সিরিজে অংশ নিতে ১৯ সেপ্টেম্বর সিলেট পৌঁছে স্বাগতিক বাংলাদেশ। সিলেট বিভাগীয় একাদশের সঙ্গে এরই মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন সাইফ-আফিফরা। আর দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে টাইগার যুবারা। সফরকারী আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের মূল মিশন শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। দ্বিতীয়টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। তৃতীয় ও চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ ও ৪ অক্টোবর। ৭ অক্টোবর পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে দু’দল।