শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দাপুটে খেলে কাতারকে হারাল বাংলাদেশের কিশোররা

স্পোর্টস রিপোর্টার : এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।কাতারের গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে প্রথমার্ধটা কেটেছিল গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়েই যেন মাঠে নেমেছিল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। ৬০ মিনিটের মাথায় চলেও এসেছিল একটি গোলের সুযোগ। কিন্তু মিরাজ মোল্লার নেওয়া শটটা চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে। ৭০ মিনিটে দীপক রায়ের হেড থেকে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের দল। ৮১ মিনিটে কাতারের জালে আরেকবার বল জড়িয়ে দেন ফয়সাল আহমেদ। শেষ পর্যন্ত ২-০ গোলে জয়ের উল্লাস নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।তবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় পেলেও মূল আসরে খেলার টিকেট পাবে না বাংলাদেশ। ২০১৮ সালের টুর্নামেন্টের বাছাইপর্বের নিয়ম অনুযায়ী ১০টি গ্রুপের চ্যাম্পিয়ন দল পেয়ে যাবে মূল আসরের টিকেট। বাংলাদেশ এই গ্রুপের দ্বিতীয় স্থানে থাকলেও সেরা ছয়টি রানার্সআপ দলের মধ্যে জায়গা করে নিতে পারেনি। বিশ্ব ফুটবলে কাতারের অবস্থান ৮৫। আর বাংলাদেশ ১৯৬। র‌্যাঙ্কিংয়ের বিচারে ১১১ ধাপ পিছিয়েস্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েও চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি লাল সবুজ জার্সিধারীরা। দুই ম্যাচ জিতে গ্রুপ ‘ই’ থেকে ইয়েমেন নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। ১০ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা রানার্সআপ হিসেবে পাঁচ দল উঠবে চূড়ান্ত পর্বে। নিজেদের গ্রুপে রানার্সআপ হলেও গোল ব্যাবধানে পিছিয়ে থেকে পাঁচ সেরা রানার্স আপে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বে সুযোগ পেয়েছে জর্ডান, তাজিকিস্তান, ইরাক, ইরান, ইয়েমেন, উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও জাপান। ‘এইচ’ গ্রুপের খেলা শুরু না হওয়ায় এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়নি। তবে বেস্ট রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে যাওয়া মোটামুটি নিশ্চিত করেছে ভারত, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তান। মালয়েশিয়া স্বাগতিক হওয়ায় সেরা রানার্সআপ হওয়ার দৌড়ে ষষ্ঠ থাকার পরও সুযোগ মিলেছে আফগানিস্তানের। বেস্ট রানার্সআপ হিসেবে নিশ্চিত হওয়া পাঁচ দলের মধ্যে কেবল ভারতের ঝুটিতে রয়েছে চার পয়েন্ট। বাকী চার দলের সংগ্রহ বাংলাদেশের সমান তিন পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে অন্যরা বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকায় কপাল পুরেছে ফাহিমদের। তিন ম্যাচে বাংলাদেশ দুই গোল দেয়ার বিপরীতে হজম করেছে দুটি। ভিয়েতনাম ও আফগানিস্তান প্রত্যেকে চার গোল দেয়ার বিপরীতে হজম করেছে তিনটি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের আফসোসটা শুধু এখানে নয়। আফসোস আছে অন্য যায়গাতেও। কাতারের যে দলটিকে বাংলাদেশ হারাল, সে দলটিকে কাতার ফুটবল ফেডারেশন নাকি তৈরিই করছে ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে। স্বাগতিক হওয়ার সুবাদে কাতার যে খেলার সুযোগ পাচ্ছে সে বিশ্বকাপে।

অনলাইন আপডেট

আর্কাইভ