চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে নৌকায় দুই বন্ধুর মৃত্যু
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পল্লিবলেশ্বরপুর গ্রামের তারিক (১৭) ও জাহিদ (১৩) নামের দুই বন্ধুর নৌকার উপর বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বজ্রপাতে দু কিশোরের মৃত্যু হলেও সাথে থাকা একই নৌকায় ১০ বছরের শিশু শাহিন প্রাণে রক্ষা পেয়েছে। বজ্রপাতে নিহত দুজনের মধ্যে তারিক বলেশ্বরপুর উত্তরপাড়ার কালু মিয়ার ছেলে এবং জাহিদ নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, বিকেলে মেঘ গুড়গুড় করে হালকা বৃষ্টি শুরু হয়। এর আগে থেকেই তারিক, জাহিদ ও শাহিন গ্রামের অদূরবর্তী ছয়ঘরিয়া ও টাকপাড়ার মধ্যবর্তী বিলে নৌকা নিয়ে ঘুরছিলো। বৃষ্টির সময় বিকেল ৫টার দিকে বজ্রপাতে ঝলসে ওঠে এলাকা। বিলের পাশে থাকা লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পরই দেখা যায় বিলের নৌকায় দুজন পড়ে রয়েছে। তাদেরকে দ্রুত উদ্ধার করে অসাড় তারিক ও জাহিদকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিমা আক্তার জানান, হাসপাতালে নেয়ার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। গ্রামসূত্র বলেছে, তারিক ও জাহিদ লেখাপড়া করতো না। মাঠের কাজ করলেও ওরা দুজন অধিকাংশ সময়ই থাকতো এক সাথে। দুজনের একই সাথে বজ্রপাতে নিহত হওয়ার খবরে গ্রামজুড়ে নেমে আশে শোকের ছায়া। রাত ১১টায় নামাজে জানাযা শেষে দাফন কাজ স¤পন্ন করা হয়।