শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দাউদকান্দির গৌরীপুরে স্কুল ছাত্রের আত্মহত্যা ময়না তদন্তের জন্য লাশ মর্গে

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : দাউদকান্দি উপজেলার গৌরীপুর অক্সফোর্ড ইন্টাঃ স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ সোহাগ (১১) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর কারণ উদঘাটন করতে বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পারিবারিক সূত্র জানায়, সোহাগের গ্রামের বাড়ি তিতাস উপজেলা শাহাপুর, তার বাবা মজনু মিয়া সৌদি প্রবাসী, মা ফরিদা দুই সন্তান নিয়ে স্কুল সংলগ্ন উম্মে কুলসুম ভিলার ৫ম তলায় ভাড়া থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদা বাজারে কেনাকাটা করে বাসায় ফিরে ভিতর থেকে দরজা বন্ধ দেখে দীর্ঘক্ষণ ডাকাডাকি শেষে ৪র্থ তলার এক বাসায় রাত কাটান। বুধবার সকালেও ডাকাডাকির পর দরজা না খোলায় বাড়ির মালিককে জানান। মালিকপক্ষ মিস্ত্রি এনে দরজা খুলে ভিতরে ঢুকে  সোহাগের লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, সোহাগের হাতের কব্জির কিছু অংশ কাঁটা ছিল। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত : দাউদকান্দি উপজেলার রায়পুর কে.সি. উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি, ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ১৪ অক্টোবর শনিবার। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ১২৯১ জন ভোটার তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন। গত ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মূল নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য এম.এ. সামাদ, সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির, হুমায়ুন কবির ভূইয়া ও ফরিদা ইয়াসমিন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। স্কুলের সভাপতি ড. আব্দুল মান্নান (জয়) ভোটাধিকার প্রয়োগে অভিভাবকদের সুযোগ করে দেওয়ায় অনেক অভিভাবক তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এই নির্বাচনে সদস্য পদে ৯জন প্রার্থী তারা হলেন: মোঃ খোকন, রেজাউল করিম, মোখলেছুর রহমান, আব্দুস সাত্তার এম.এম., শামিম আল-মামুন, মোঃ খলিল ভূইয়া, নবির হোসেন তালুকদার, মো. জাকির হোসেন মোল্লা ও রবিউল আলম। ৯জনের মধ্যে ৪জন সদস্য নির্বাচিত হবেন। নির্বাচনী আচরণ বিধি বিষয়ে সুযোগ্য প্রিজাইডিং অফিসার সদা তৎপর থাকবেন এমনটিও প্রত্যাশা করেন প্রার্থীরা।

অনলাইন আপডেট

আর্কাইভ