বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

আরও ৫০ হাজার শরণার্থীর পুনর্বাসনের পরিকল্পনা ইইউর

২৮ সেপ্টেম্বর, আল জাজিরা : আগামী ২ বছরের জন্য আরও ৫০ হাজার শরণার্থীর পুনর্বাসন করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। শরণার্থীদের বেশিরভাগই আফ্রিকা থেকে আসা। দুই বছরের জন্য ইউরোপের বিভিন্ন দেশে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হবে। গতকাল বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ইইউ এর নির্বাহী কাউন্সিলে এই প্রস্তাব তোলা হয়। ২০১৫ সালে শরণার্থী সংকটের পর থেকে পুনর্বাসনের চেষ্টা করে আসছে ইইউ।
সংস্থাটির অভিবাসন বিষয়ক কমিশনার দিমিত্রি আব্রামোপুলোস জানান, ‘আমাদের বিকল্প পথ খুঁজে বের করতেই হবে। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা পুনর্বাসনের জন্য ৫০০ মিলিয়ন ডলার বাজেট রেখেছেন।
তুরস্ক ও সথ্যপ্রাচ্য অভিবাসন প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, লিবিয়া, মিসর, নাইজার, সুদান, চাদ ও ইথিওপিয়ার মতো দেশগুলোর নাগরিকদের আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন তারা।

অনলাইন আপডেট

আর্কাইভ