বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম.এ মাদরাসার ফাজিল ডিগ্রি পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অক্ষুণ্ন

ইসলামিক এরাবিক বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সদ্য প্রকাশিত ফাজিল ডিগ্রি পরীক্ষায় ৩/১৪, ব্লক-জি, লালমাটিয়া, মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম.এ মাদরাসার কৃতি ছাত্রীরা প্রতিবারের মত এবারও শতভাগ পাশের গৌরব অক্ষুণ্ন রেখেছে। মাদরাসার শিক্ষার্থীরা অধিকাংশ এতিম, দরিদ্র হওয়া স্বত্ত্বেও এই ভাল ফলাফলের পিছনে রয়েছে আল্লাহর রহমত ও জৈনপুরী পীর সাহেব কেবলা আল্লামা সৈয়দ মাহবুবুর রহমানের সাহেবের খাস দোয়া। বাংলাদেশের মহিলা কামিল মাদরাসার একমাত্র মহিলা প্রিন্সিপাল মাওলানা ক্বারী রওশন আরা নূরী বলেন, বিশ্ব বিখ্যাত জৈনপুরী পীর সাহেবদের দোয়াপুষ্ট এই মাদরাসায় যে সকল মেধাবী দরিদ্র, এতিম ছাত্রীরা ভর্তি হবে তাদের থাকা খাওয়া ফ্রি করে দেয়া হবে। শতভাগ পাশ ও নিরাপত্তার গ্যারান্টিসহ অতিঅল্প খরচে ভর্তি করা হয়। বিগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল, কামিল পরীক্ষাসমূহেও কৃতি ছাত্রীরা ১ম বিভাগ পেয়ে শতভাগ পাশের ধারা অক্ষুণ্ন রেখেছেন। হোষ্টেলের সীট সীমিত আগে আসলে আগে পাবেন। ১ম শ্রেণি থেকে কামিল পর্যন্ত ভর্তি চলছে। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ