বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ফাতাহ-হামাস দ্বন্দ্ব নিরসনের 'বিরল উদ্যোগ'

৩ অক্টোবর, বিবিসি : ফাতাহ ও হামাসের দ্বন্দ নিরসন প্রক্রিয়ার ধারাবাহিকতায় এবার গাজা উপত্যকায় গিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই উদ্যোগকে ''বিরল' আখ্যা দেওয়া হয়েছে।  ১০ বছর আগে দুই গ্রুপের মাঝে শুরু হওয়া দ্বন্দ্ব নিরসনে সম্প্রতি তৎপর হয়েছে দুই রাজনৈতিক দল।  সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ঐক্যবদ্ধ ফিলিস্তিন গড়ে তুলতে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ অবসানের ঘোষণা দেয় গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস। একই মাসের শেষ সপ্তাহে বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে হামাস তাদের গাজা-প্রশাসন বিলুপ্ত করে সাধারণ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়। তারা অঙ্গীকার করে, ঐক্যের সরকার প্রতিষ্ঠা করতে তারা গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর নেতৃত্বাধীন সরকারের কাছে হস্তান্তর করবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর গাজা সফর।দুই রাজনৈতিক দলের ঐক্যের প্রচেষ্টা নিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, গাজাবাসীর দুর্দশা দূর করতেই এমন বিকল্প চিন্তাভাবনা করা হয়েছে। সোমবার  ফিলিস্তিনি প্রধানমন্ত্রী হামাসের এক পুলিশ এবং শত শত ফিলিস্তিনি নাগরিক ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায়। মঙ্গলবার সেখানে মন্ত্রিপরিষদের একটি বৈঠক হবে বলে কথা রয়েছে।২০১৪ সালে ঐক্যের সরকার প্রতিষ্ঠা হলেও হামাস ও ফাতাহর মধ্যে দায়িত্ব নিয়ে বিরোধ থাকায় এ সরকার ২০ লাখ বাসিন্দার গাজায় কোনো কাজ করতে পারেনি। গত বছরই সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস গাজার শাসনভার নিজেদের হাতে নেয়। চলতি বছরের জানুয়ারিতে  রাশিয়ার মস্কোতে আলোচনার পর ঐকমত্যের সরকার গড়তে একমত হয় ফিলিস্তিনের দুই প্রধান রাজনৈতিক দল ফাতাহ ও হামাস।  সোমবার রামাল্লায় মন্ত্রিপরিষদের বৈঠকে হামদাল্লাহ বলেছেন, সংহতি প্রচেষ্টায় ফাতাহর ভূমিকাকে সমর্থন করতে এবং বিভক্তির পৃষ্ঠা উল্টে ফেলতে সরকার বদ্ধপরিকর। এতে ফিলিস্তিন আবার ঐক্যবদ্ধ হয়ে উঠবে বলে জানান তিনি।ফিলিস্তিনে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। ওই সময় হামাস অপ্রত্যাশিত জয় পায়। এরপর সেখানে রাজনৈতিক বিভক্তি প্রকট হয়ে ওঠে। ২০০৭ সালে হামাস ও ফাতাহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। তখন থেকেই হামাস ছোট উপকূলীয় ছিটমহল গাজা শাসন করে আসছে। কয়েকটি জনমত জরিপ অনুসারে, এই মুহূর্তে যদি সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে গাজা ও ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরে জয় পেতে পারে হামাস। পশ্চিমা সমর্থিত আব্বাসের বয়স এখন ১২ বছর। ৪ বছরের জন্য নির্বাচিত হয়ে ১২ বছর ধরে ক্ষমতায় আছেন। জরিপ অনুসারে আব্বাসের জনপ্রিয়তা তলানিতে নেমে গেছে। দলে তার কোনও উল্লেখযোগ্য উত্তরাধিকার নেই। এছাড়া শিগগিরই প্রেসিডেন্ট নির্বাচনের কোনও প্রস্তুতিও নেই আব্বাসের।

অনলাইন আপডেট

আর্কাইভ