লোহাগাড়ায় জামায়াত নেতা মাওলানা আইয়ুবের ইন্তেকাল
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনতী ইউনিয়ন শাখার সভাপতি ও আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ আইয়ুব (৫৩) বৃহষ্পতিবার বিকাল সাড়ে তিনটায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত জুমাবার বিকাল ৩টায় ঐতিহাসিক চুনতী সীরাত ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে নলবনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি এস এম লুৎফর রহমানের পরিচালনায় জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেক, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান, ভাইসচেয়ারম্যান নুরুল আবচার, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান নূর আহমদ, ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপাধ্যক্ষ মাওলানা এনামুল হক ও মাওলানা আনিসুল মোস্তফা প্রমুখ। জানাজায় ইমামতি করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। এ সময় আরো উপস্থিত ছিলেন চুনতী মাদ্রাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা কাজী নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. নুরুল্লাহ, ড. ছাবের আহমদ, আঞ্জুমানে ত্বোলাবায়ে সাবেক্বীনের সভাপতি মাওলানা হাসান রউফী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনাঈদ প্রমুখ। এদিকে মাওলান আইয়ুবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামশুল ইসলাম। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্যেখ্য, জামায়াত নেতা মাওলানা আইয়ুব রাজনৈতিক হয়রানিমূলক মামলার আসামী হয়ে দীর্ঘদিন জেল খাটেন।