বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মাধবদীতে অভিনব কায়দায় এক রাতে দু’মোবাইল ফোন দোকানের ২৫ লাখ টাকার স্মার্ট ফোন চুরি

 

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : এক রাতে দু’টি মোবাইল ফোনের দোকান থেকে ২৫ লক্ষ টাকার স্মার্ট ফোন চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। নৈশ প্রহরিরা ছিল কোথায়? এ প্রশ্ন এখন মাধবদী বাজারের সাধারণ ব্যবসায়ীদের। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে মাধবদী পৌর শহরের বড় মসজিদ মার্কেটের হুয়াওয়ে ব্র্যান্ডশপের মা মনি টেলিকমে ও স্যামসাং ব্র্যান্ডশপের কুদ্দুস টেলিকমে। জানাগেছে সংঘবদ্ধ একদল চোর অভিনব কায়দায় গত ৩ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে মাধবদী বাজারেরর জনবহুল এলাকা বড় মসজিদ মার্কেটের হুয়াওয়ে ব্র্যান্ডশপ (মা মনি টেলিকম) থেকে ৫৭ পিস ও স্যামসাং ব্র্যান্ডশপ (কুদ্দুস টেলিকম-৫) থেকে ৬২ পিস স্মার্টফোন সেট চুরি করে নিয়ে গেছে বলে ভুক্তভোগী দোকানীরা জানান। এছাড়া এ চুরির ঘটনার আগেও মাধবদী বাজারে প্রায়ই দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটছে। ভুক্তভোগী মা মনি টেলিকম এর স্বত্বাধিকারী মো: আলমগীর জানান, অভিনব কায়দায় চোরচক্র দোকানের তালা ভেঙ্গে চুরি করে আবার একই রকম নতুন তালা লাগিয়ে দিয়ে যায়। সকালে শোরুমের স্টাফরা এসে পুরনো চাবি দিয়ে দোকানের তালা খোলার চেষ্টা করে। এসময় অনেক চেষ্টা করেও তালা খুলতে না পেরে ঘটনাটি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেয়া হয়। এ শোরুম থেকে নগদ ৫২ হাজার টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল সেট চুরি হয়েছে বলে দোকান মালিক জানান। এদিকে স্যামসাং ব্র্যান্ডশপ এর মালিক আ: কুদ্দুস জানান, তার দোকান থেকে ১০ লক্ষ টাকা মূল্যের প্রায় স্মার্ট ফোন চুরি হয়েছে। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে চোর চক্রকে আটকের আশ্বাস দেন। মাধবদী বাজার মোবাইল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মনিরুজ্জামান বলেন, শহরের প্রধান ব্যস্ততম সড়ক হচ্ছে বড় মসজিদ রোড। রোডটির দুই পাশের দোকানপাট পাহাড়ার জন্য মাধবদী বাজার বনিক সমিতির অধীনস্থ নৈশ প্রহরী রয়েছে। তাদের চোখকে ফাঁকি দিয়ে এ দুর্ধর্ষ চুরির ঘটনা অনাকাঙ্খিত। এছাড়া থানা পুলিশও এ রাস্তায় টহল দিতে দেখা যায়। নিরাপত্তাকর্মীদের দায়িত্বহীনতাই এসব ঘটনার জন্য দায়ী বলে তিনি জানান। মাধবদী থানার উপ-পরিদর্শক এস,আই আরিফ জানান, চুরির ঘটনাটির প্রাথমিক তদন্ত করা হচ্ছে। শীঘ্রই এ চক্রকে আটকে মাঠে নামবেন বলে তিনি জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ