অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে ) সিনহা অস্ট্রেলিয়া পৌঁছেছেন। গতকাল শনিবার বিকাল ৪ টা ৪৫ মিনিটে তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছেন।
এর আগে প্রধান বিচারপতি বিমানবন্দরে যাওয়ার উদ্দেশে রাত ৯টা ৫৬ মিনিটে স্ত্রী সুষমা সিনহাকে নিয়ে হেয়ার রোডের বাসা থেকে বের হন। ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে তিনি বিমানবন্দরে প্রবেশ করেন। পরে রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলইন্সের ফ্লাইট এসকিউ ৪৪৭-তে চেপে তিনি একাই সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন।