মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

কলাপাড়া পল্লী বিদ্যুতের ভৌতিক বিল

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল নিয়ে অভিযোগ করেছেন এক গ্রাহক। ওই গ্রাহকের অভিযোগে জানা যায়, বিলের মাস জুলাই/২০১৭। পূর্ববর্তী রিডিং ৫৬১৫, বর্তমান রিডিং ৫৬১৫ ব্যবহৃত ইউনিট ৫। একই গ্রাহকের আগস্ট মাসের পূর্ববর্তী ও বর্তমান রিডিং একই রয়েছে। আর ৫ ইউনিট ব্যবহার দেখানো হয়েছে। আবার সেপ্টেম্বর মাসে পূর্ববর্তী ও বর্তমান রিডিং একই থাকলেও ব্যবহৃত ইউনিট দেখানো হয়েছে ৩০০। এর বিপরীতে টাকার অংকে বিল করা হয়েছে তিন হাজার দুই শত বিরাশি টাকা। পর পর তিন মাসে এমন ভৌতিক বিল এসেছে কলাপাড়ার বাদুরতলী এলাকার পল্লী বিদ্যুতের ৭৩৬-১০৫৫ নম্বর হিসাবধারী গ্রাহক মনিরের। আর এমন বিল নিয়ে গ্রাহক পড়েছেন বিপাকে। 

এ ব্যাপারে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, গ্রাহকের মিটারটি বিকল হয়ে আছে। ফলে সেপ্টেম্বর মাসে গড় বিল করা হয়েছে। তবে খুব দ্রুত সংশ্লিস্ট গ্রাহকের মিটারটি পুন:স্থাপন করা হবে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ