শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মানারাত ভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সপ্তাহব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে সপ্তাহব্যাপী আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফাইনালে ইলেকট্রিক্যাল স্টারস ও ওয়াল্ডফায়ার ২৪ দলের প্রতিযোগিতার মধ্যদিয়ে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা শেষ হয়। ফাইনালে ইলেকট্রিক্যাল স্টারস জয়লাভ করে। 

খেলা শেষে এক অনুষ্ঠানে বিজয়ী দল ও রানার্স আপ দলের প্রতিযোগিদের মধ্যে কাপ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. উমার আলী। এ সময় অন্যান্যের মাঝে বোর্ড অব ট্রাস্টের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. মীর আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত ট্রেজারার ও সাবেক অতিরিক্ত সচিব হাফিজুল ইসলাম মিয়া, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. এম. কোরবান আলী, রেজিস্ট্রার ও সাবেক সচিব মনিরুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, স্থায়ী ক্যাম্পাসের স্পোর্টস ক্লাবের মডারেটর, অ্যাসিসট্যান্ট মডারেটর, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়। 

প্রতিযোগিতায় স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের ছাত্ররা ৪টি গ্রুপে ভাগ হয়ে ১২ টি দলে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ