শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

আজীবন নিষিদ্ধই থাকছেন শ্রীশান্ত

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষষ্ঠ আসরে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় ভারতের ডানহাতি পেসার শ্রীশান্তকে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমাতে বেশ দৌড়ঝাঁপ দেন শ্রীশান্ত। তাতে অবশ্য লাভ হয়নি। গতকাল  ভারতের কেরালা হাইকোর্ট শ্রীশান্তের আজীবন নিষেধাজ্ঞার শাস্তি বহাল রাখল। আদালতের নির্দেশ শোনার পর এক টটুইট বার্তায় শ্রীশান্ত লিখেছেন, ‘ আমার বিপক্ষে খুব খারাপ একটা সিদ্ধান্ত। আমার জন্য কী কোনো বিশেষ আইন? আসল অপরাধীদের কী হবে? চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলসের কী হবে? অন্য একটি টুইটে তিনি আরও লিখেন, ‘আমি লড়াই চালিয়ে যাব। হাল ছাড়ব না।

অনলাইন আপডেট

আর্কাইভ