ঢাকা, শনিবার 20 April 2024, ০৭ বৈশাখ ১৪৩০, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ

সংগ্রাম অনলাইন ডেস্ক: প্রবল বর্ষণে পাবনার চাটমোহর উপজেলায় একটি রেলসেতুর মাটি সরে যাওয়ায় ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

ঈশ্বরদী জিআপি থানার ওসি আবদুল হালিম খান জানান, দুদিন ধরে টানা বর্ষণে চাটমোহরে গুয়াখাড়া ও ভাঙ্গুরা স্টেশনের মাঝামাঝি স্থানে ২১ নম্বর রেলব্রিজের পাশে মাটি সরে যায়।

রোববার সকালে বিষয়টি জানার পর রেল কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ওই পথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখে বলে জানান তিনি। 

ঢাকা থেকে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জ ছাড়া রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের যে কোনো জেলায় রেলপথে পৌঁছাতে হলে চাটমোহরের ওই এলাকা দিয়েই যেতে হয়। 

ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে রেল কর্মকর্তারা জানান।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে যত দ্রুত সম্ভব রেলপথ সচল করার পদক্ষেপ নিচ্ছি।”-বিডিনিউজ

অনলাইন আপডেট

আর্কাইভ