শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

পদ্মবিলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে টিআর কাবিটার ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরের কোর্টরোড এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদ্মবিলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মজিবুল হক বলেন, চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস ৩৪টি ভুয়া প্রকল্প দেখিয়ে প্রায় সাড়ে ২২ লাখ টাকা আতœসাত করেছেন। চেয়ারম্যান তার নিজের লোকদের পিআইসি নিয়োগ দিয়ে টিআর ও কাবিটার নামে বিশেষ বরাদ্দের টাকা তুলে নিয়েছেন। চলতি বছরের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। ৩৪টি প্রকল্প দেখালেও কোথাও একটি টাকার কাজ হয়নি। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সাধারন সদস্য মোবারক হোসেন, আজিবার মালিতা, মজিবুল হক, হাসানুজ্জামান, আব্দুর রাজ্জাক ও সাইফুল আলম রবিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে চেয়ারম্যানের বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে ৫ অক্টোবর চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ