বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চির নিদ্রায় শায়িত খাজা রহমতউল্লাহ

স্পোর্টস রিপোর্টার : জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ’র দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় প্রিয় ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডে তার প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, বাহফে সভাপতি এয়ার মার্শাল আবু এসরার, সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ-মহাসচিব নজিব আহমেদ, আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, বিসিবি’র পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও জাতীয় হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি সহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা, কর্মচারী, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আবাহনী ক্লাব প্রাঙ্গণে নামাযে জানাযা শেষে খাজা রহমত উল্লাহ’র মরদেহ নারায়ণগঞ্জে নেয়া হয়। সেখানে বাদ আসর ডিআইটি মসজিদে দ্বিতীয় নামাযে জানাযা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়। কয়েক হাজার লোক জানাযায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খাজা রহমতউল্লাহ মঙ্গলবার বিকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে নারায়ণগঞ্জ থেকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই ইন্তিকাল করেন এই হকি সংগঠক।
খাজা রহমতউল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রীড়াঙ্গণে। শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেণ শিকদার, উপমন্ত্রী আরিখ খান জয়। নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ হকি ফেডারেশন, ক্রিকেট বোর্ড (বিসিবি), ফুটবল ফেডারেশন (বাফুফে), দাবা ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, এ্যাজাক্স, বাংলাদেশ স্পোর্টিং, আজাদ স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, নৌ-বাহিনী হকি দল,রায়ের বাজার স্পোর্টিং, উষা স্পোর্টিং, আবাহনী সমর্থক গোষ্ঠি, সম্মিলিত ক্রীড়া পরিবার, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি), বিএসজেএ।

অনলাইন আপডেট

আর্কাইভ