বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ঝড়-বৃষ্টিতে নওগাঁয় শতশত বিঘা জমির ফসল বিনষ্ট

নওগাঁ সংবাদদাতা: বৈরী আবহাওয়ায় একদিনের ঝড়-বৃষ্টিতে নওগাঁয় শত শত বিঘা জমির ফসল বিনষ্ট। এলাকার কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছে। অনেক কৃষক চোখে অন্ধকার দেখচ্ছে। পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের কৃষক আবু রাইহান জানান, একদিনের দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিয় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কৃষক ঘরে ধান তুলতে পারবেন না বলেও তিনি জানান। মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বর্গাচাষি রমজান আলী জানান, দেনা করে রোপা আমান ফসল করেছিলাম। প্রথমে ফসল ভালোয় হয়েছিল কিন্তু ক্যারেন্ট পোকার আক্রমনে হতাশায় পড়েছিলাম। অনেক খরচ করে আপদ মুক্ত হলেও একদিনের ঝড়-বৃষ্টিয় ধান মাটির সাথে মিশে যায়। রমজান আলী হতাশায় দিন কাটাচ্ছেন। রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার কৃষক আফতাব আলীও একই মত পোষণ করেনে। নওগাঁ সদরের কৃষক আফজাল হোসেন, আফাজ আলীসহ অনেকেই জানান একদিনের দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিয় ফসরের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুশিয়ে নিতে হিমশিম খেতে হবে। সব মিলিয়ে নওগাঁ জেলায় রোপা আমন ফসলের ব্যাপবক ক্ষতি হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ