শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 ঝিনাইদহ সংবাদদাতা: “সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। 

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিআরটিএ’র উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার। এদিকে সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশের আয়োজনে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান।

অনলাইন আপডেট

আর্কাইভ