বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা: বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার লাখেরাজ কসবা এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ রায়হান হাওলাদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে থানার এসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় র্ফোসসহ মঙ্গলবার রাতে উপজেলার লাখেরাজ কসবা গ্রামের ইসলামিক মিশন সড়কের মাথায় বরিশাল-ঢাকা মহাসড়কের সংযোগস্থলে ওৎ পেতে থাকে। এ সময় উপজেলার লাখেরাজ কসবা গ্রামের ছালেক হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী রায়হান (৩০) ওই পথ ধরে ৫০ পিস ইয়াবা’র একটি চালান নিয়ে বিক্রির উদ্দেশ্যে রওনা হয়। ওৎ পেতে থাকা পুলিশ সদস্যরা তখন ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা রায়হান হাওলাদার ওই এলাকার শীর্ষ মাদক বিক্রেতা। এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই মোঃ মেহেদী হাসান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ওই রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রায়হান হাওলাদারকে গত বুধবার সকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে, আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ