শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ছাত্র-ছাত্রীদের মহাসড়ক অবরোধ যানবাহন ভাঙচুর

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে  রোববার প্রায় এক ঘন্টা ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধ করে রাখে ছাত্র-ছাত্রীরা। এসময় টঙ্গীর কলেজ গেইট এলাকায় ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসে গাড়ী ভাংচুর করে বিক্ষোভ করতে থাকে।
জানা যায়, শনিবার স্কুল ছুটি শেষে টঙ্গী সফিউদ্দিন স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র প্রভীর ঘোষ সুপ্রভাত পরিবহনের একটি বাসে চড়তে গিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্র আহত হওয়ার খবর ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় বিক্ষুব্ধরা সুপ্রভাত পরিবহনের বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তার উপর দু’পাশে ৪টি স্পিট রেকার নির্মাণসহ ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ